ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সময়ের দাবি: নূর

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:০৯:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:০৯:৪০ পূর্বাহ্ন
ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সময়ের দাবি: নূর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গত কয়েকদিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। সোমবার (২৪ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে কর্মীসভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন, তখন জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি, ছাত্রনেতারাই সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে সেনাসদরে গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটি ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না।
নূর বলেন, গত জুলাই-আগস্টে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে। মানুষকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গত ১৬ বছরে বাংলাদেশকে নরকে পরিণত করা হয়েছে, অথচ আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই। আওয়ামী লীগের প্রধান ও কথিত স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দিল্লি থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করেছেন। তিনি নেতাকর্মীদের উত্তেজিত করে রাস্তায় নামিয়ে নৈরাজ্যের অপচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাই তার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না।

নুরুল হক নূর বলেন, আমরা বারবার ঢাকায় ভারতের দূতাবাস ও সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি— শেখ হাসিনার অপতৎপরতা বন্ধে ভারতকে পদক্ষেপ নিতে হবে। আমাদের চ্যানেলেও আমরা বারবার এ বিষয়ে বলেছি। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসর এমপি-মন্ত্রী, যারা ভারতে পালিয়ে আছেন, তাদের দেশে ফেরত দিতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটিতে নানা কারণে বিভক্তি ও বিভাজন দেখা দিয়েছে— এটি সত্য। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কর্মীসভায় আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ