ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫.৯৩ শতাংশ

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:০৫:৪৬ পূর্বাহ্ন
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫.৯৩ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলে পাসের হার মাত্র পাঁচ দশমিক ৯৩ শতাংশ, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রায় ৯৪ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন।

আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এক লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মাত্র সাত হাজার ৪৩৭ জন পাস করেছেন।

বিজ্ঞান শাখায় পাস করেছেন ছয় হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন।

বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখায় এক হাজার ৮২০টি, মানবিক শাখায় ৫১টি ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে লড়েন ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ ও পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ