হার্টে রিং পরানো হয়েছে তামিমের, সিসিইউতে স্থানান্তর
আপলোড সময় :
২৪-০৩-২০২৫ ০১:৪৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৫ ০১:৪৪:১৭ অপরাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ তামিম ইকবালের বুকে রিং প্রতিস্থাপন করা হয়েছে। আজ (সোমবার, ২৪ মার্চ) গাজীপুরের কেপিজি হাসপাতালে তার হার্টে এ রিং প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তামিমকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
এর আগে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেখানে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে এই ব্যাটারের। বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম।
জানা গেছে, টসের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।
হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, তামিমের হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিংও স্থগিত করা হয়েছে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স