ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ভেনিজুয়েলায় বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে কর্মঘন্টা হ্রাস

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০১:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০১:২৫:১৬ অপরাহ্ন
ভেনিজুয়েলায় বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে কর্মঘন্টা হ্রাস

ভেনিজুয়েলার সরকার রবিবার সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র তিন অর্ধ দিবস কাজ করার নির্দেশ দিয়েছে। খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ভেনেজুয়েলা সরকার রবিবার জানিয়েছে, জলস্তর কমে যাওয়ার ফলে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়েছে। আজ সোমবার(২৪ মার্চ) থেকে সরকারি খাতের কর্ম ঘন্টা সাড়ে চার ঘন্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে।

এ ছাড়া সপ্তাহে তিনদিন কাজ চলবে। নাগরিকদের তাদের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয় করার জন্যও আহ্বান জানানো হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি। আন্দেজ অঞ্চলে বৈদ্যুতিক শক্তি উৎপাদনকারী জলাধারগুলোর জলস্তরকে প্রভাবিত করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলার বেশিরভাগ বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র দ্বারা উৎপাদিত হয়। ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোতে বিদ্যুৎ রেশনিং নৈমিত্তিক। ২০১৯ সাল থেকে ঘন ঘন দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সরকার এই বিভ্রাটের জন্য নাশকতাকে দায়ি করেছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ