ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৭:৪৯ অপরাহ্ন
ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
আসন্ন ঈদুল ফিতরে সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থল বন্দর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন।

পবিত্র ঈদ উপলক্ষে এ ছুটি ঘোষণা করেছে বুড়িমারী স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। তবে বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

ফলে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল বন্দরের কার্যক্রম যথারীতি স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুড়িমারী স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ