রামপুরায় অটোরিকশা গ্যারেজে আগুন
আপলোড সময় :
২৪-০৩-২০২৫ ১২:০৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৫ ১২:০৫:০৭ অপরাহ্ন
রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়।
পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট। খবর পেয়ে সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স