ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আইসিসির সভা বসছে বাংলাদেশে

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১১:৫৮:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১১:৫৮:০০ পূর্বাহ্ন
আইসিসির সভা বসছে বাংলাদেশে
সবশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে বসেছিল আইসিসির বোর্ড সভা। এরপর লম্বা একটা সময় এই দেশে হয়নি কোনো আলাপ আলোচনা। তবে চলতি বছরে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা। আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ। গতকাল রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের সভাতে সবার নজর আলাদাভাবে থাকবে। কারণও আছে। আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। যেখানে এজেন্ডা থাকবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।


পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বোর্ড সভাটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পাপন বললেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’



 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ