ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

১৬ বছরে ভোট, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৩:০১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৩:০১:১০ অপরাহ্ন
১৬ বছরে ভোট, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি
জাতীয় ঐকমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ ও ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী শক্তি, রাজনীতিতে ফিরলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে।

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি। কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ