ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আলিয়ার আগে রণবীরের বিয়ে হয় অন্য নারীর সঙ্গে!

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:০০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:০০:০০ অপরাহ্ন
আলিয়ার আগে রণবীরের বিয়ে হয় অন্য নারীর সঙ্গে!
আলিয়ার আগে রণবীরের বিয়ে হয় অন্য নারীর সঙ্গে!

অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। যদিও এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে খুবই সংসারী তিনি। কিন্তু এরই মধ্যে জানা গেল, আলিয়াই নাকি তার প্রথম স্ত্রী নন, এর আগেও বিয়ে হয়েছে তার! নায়ক নিজেই এমন তথ্য জানালেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের এক গোপন কথা ফাঁস করেন রণবীর। এর আগে তাকে প্রশ্ন ছোঁড়া হয়, জীবনে কোনো উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কি না? 

জবাবে নায়ক বলেন, উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে যান। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে বিয়ে করতে না পারলেও সে আসলে আমার বাড়ির গেটটাকেই বিয়ে করে।

রণবীর আরও বলেন, ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গেছে।

এরপরই রসিকতা করে রণবীর বলেন, আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনোদিন দেখা হয়নি। হয়তো কোনোদিন দেখা হবে ভবিষ্যতে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ