ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কলসকাঠীতে ইসলামি যুব সমাজ কর্তৃক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেদী হাসান রনি
আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:২৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১২:১২:৩১ পূর্বাহ্ন
কলসকাঠীতে ইসলামি যুব সমাজ কর্তৃক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে ইসলামি যুব সমাজ কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শামীম আহমেদ ও হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল। প্রতিবছরের ন্যায় কলসকাঠীর যুবসমাজ, পোস্টার সাটানো ও লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।

১০৩ জন প্রতিযোগিতার মধ্যে থেকে ফাইনালের জন্য ৩০ জন প্রতিযোগী নির্বাচিত করা হয়। ২০শে (শুক্রবার) রমজান কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে তিনটি গ্রুপে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা থেকে ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

যুবসমাজের এ উদ্যোগকে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, রমজানে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশের সর্বত্র এ আয়োজন ছড়িয়ে পড়েছে বলেও অনেক শিক্ষার্থী মন্তব্য করেন।

কুরআন প্রতিযোগিতার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মিনি বলেন পবিত্র রমজান মাস উপলক্ষে এমন একটা সুন্দর আয়োজন খুবই প্রশংসনীয়। অনুষ্ঠানের প্রধান আলোচক আরিফুল করিম দুলাল বলেন, ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সবার জন্য শুভ কামনা রইলো। আমি যতদিন বেচে থাকবো পবিত্র মাহে রমজানে প্রতিবছর কোরআনের এই আয়োজন থাকবে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর ধর্মীয় রীতিনীতি সম্পর্কে সচেতন হতে কোরআনের চর্চার বিকল্প নেই, সেই কোরআন চর্চাকে উৎসাহিত করতে কলসকাঠী ইউনিয়ন যুবসমাজ কোরআন তিলাওয়াত আয়োজন করেছে যা ইতোমধ্যেই সাড়া ফেলেছে। সবাইকে অনুরোধ থাকবে যেন অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ