ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বার বরখাস্ত

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৪:১৫:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৪:১৫:১০ অপরাহ্ন
ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বার বরখাস্ত
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কয়েকদিন আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলাকে ঘিরে রোনেন বার এর ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসএ পরিচালক রোনেন বারকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি পদত্যাগ করবেন।

রোববার নেতানিয়াহু বলেছেন ’তার ওপর আস্থার অভাব রয়েছে’। তাকে এই পদে রাখা যাবেনা। তাই বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। বার ১৯৯৩ সালে সংস্থায় যোগদান করেছিলেন।

বারের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরাইলি সরকার শিন বেতের প্রধান হিসাবে বারকে নিযুক্ত করেছিল। কিন্তু নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে পদ থেকে বরখাস্ত করল।

একটি আন্তর্জাতিক সূত্র জানায়, গত অক্টোবরে ইসরাইলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন ছিল। ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়। বিশেষ করে প্রস্তাবিত বিচারিক সংস্কারের কারনে, যা দেশকে বিভক্ত করেছিল। ৪ মার্চ হামাসের হামলার ওপর শিন বেতের অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর সম্পর্কের আরো অবনতি ঘটে।

দুই মাসের যুদ্ধবিরতি এবং ’লক্ষ্যবস্তুবদ্ধ’ স্থল অভিযানের পর গত মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একের পর এক মারাত্মক বোমাবর্ষণ শুরু করার পর বারকে বরখাস্ত করা হল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের হামলার গাজায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছে ১২০০ ইসরায়েলি।

ফিলিস্তিন-ইসরায়েলের এ যুদ্ধে প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। এরমধ্যে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের চার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন। এ সংখ্যা বেড়ে ৩০ হাজারে ঠেকতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ