ঢাকা , রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১২:২৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১২:২৮:৪৩ অপরাহ্ন
ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার
ওমরাহ পালন করতে ফেব্রুয়ারিতে মক্কায় গিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। দেশে ফেরার মাত্র ক’দিন হলো। এরই মাঝে দিলেন বিস্ময়কর এক ঘোষণা।

গত বৃহস্পতিবার চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে বর্ষা জানালেন, অভিনয় থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বর্ষা বলেছিলেন, ‘হাতে কিছু সিনেমা রয়েছে, সেগুলো শেষ করতে করতে বেশ কিছু সময় চলে যাবে। এরপর আর কোনো নতুন কাজ করব না।’

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুব বাস্তববাদী। একটা বয়স পর্যন্ত নায়িকাদের স্ক্রিনে ভালো লাগে, ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও ঠিক তাই।’

বর্ষা আরও বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০ বছর, ছোট ছেলের ৭। কয়েক বছর পর বড় ছেলের বয়স ১৪-১৫ হয়ে যাবে। যদি সে দেখে যে মা সিনেমার নায়িকা, তাহলে কী ভাববে? এসব চিন্তা থেকেই আমি সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিলের কোনো আপত্তি নেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমাদের দেশে যেসব নায়িকা কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তবুও সে এই সিদ্ধান্ত নিচ্ছে।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ