ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বরিশালের বাকেরগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি

আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৪:০৯:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৪:০৯:৪২ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদর রোড বর্ষন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) বিকেলে চুরির ঘটনা ঘটে। বর্ষন জুয়েলার্স দোকানটি বাকেরগঞ্জ থানার পাশেই। দিনে দুপুরে থানার পাশে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

বর্ষন জুয়েলার্স মালিক বিমল চন্দ্র দাস বলেন, দুপুর ২ টায় দোকান বন্ধ করে বাসায় গেলে বিকেলে ৪ টায় দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তালা খোলা এবং শোকেস ভাঙ্গা। এতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। 

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ