ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রিজভী, পারওয়ার ও নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ০৯:২৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ০৯:২৪:৫১ অপরাহ্ন
রিজভী, পারওয়ার ও নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড ছবি: সংগৃহীত

মেট্রোরেলে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ মোট ৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

 

রবিবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম পল্লবী থানায় দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্যান্যরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, এমএ সালামদ, কাজী সায়েদুল আলম বাবুল, এবং মাহমুদুস সালেহীন। গোয়েন্দা পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের নামে ৫ থেকে ৬ হাজার লোক জড়ো হয়ে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করে। তারা লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
 

এজহারে আরও উল্লেখ করা হয়, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে মেট্রোরেল স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ১০০ কোটি টাকা, যার মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ