টালিউডের এসব যুগলদের রয়েছে যে বিশেষ গুণ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২৮-০৭-২০২৪ ১১:১৮:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৪ ১১:১৮:৫০ পূর্বাহ্ন
টালিউড ইন্ডাস্ট্রিজে এখন কান রাখলেই শোনা যাচ্ছে বিচ্ছেদের গল্প। যীশু-নীলাঞ্জনা হোক বা ঋষি কৌশিক, নবনীতা-জিতু কমল থেকে অর্ণব-ইপ্সিতা; যেন তারা একসাথে থেকেও আলাদা, নয়তো পুরোপুরি আলাদা হওয়ার পথে।
একটা নড়বড়ে সম্পর্কের মাঝে থাকা এই যুগলরাই কিনা একটা সময় টালিউডের পাওয়ার কাপল ছিলো। যাদের নিয়ে ছিলোনা কখনও বিচ্ছেদের ভয়। কিন্তু, এক ছাদের নিচে থেকেও নিজেদের বনিবনা না হলে তখন কী আর করার থাকে।
যেহেতু বিষয়টি টালিউড ইন্ডাস্ট্রির, তাই এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। অনেকদিন ধরেই টালিপাড়ায় এমন সব তারকারা রয়েছেন যারা নিজেদের দাম্পত্য জীবনকে আগলে রেখেছেন। বলা যায়, এমন সময়ে এটা তাদের জন্য একটা বিশেষ গুণ। অনেক বছরের লম্বা সময় ধরে তারা একে অপরের হাত ধরে আছেন নির্ধিদ্বিধায়। তাদের নিয়ে নেই কোনো সংবাদের বাড়তি শিরোনাম। এমতাবস্থায় তাদের প্রসঙ্গ না ওঠালেই নয়। তাই টালিউডে গুণে ভরা কিছু সুখী যুগলদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।
শাশ্বত-মহুয়া
২৫ টি বছর ধরে একনাগারে একে অপরের হাত ধরে আছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি ও তার স্ত্রী মহুয়া। অভিনেতার সঙ্গে এতগুলো বছর সংসার গুছিয়ে রেখেছেন স্ত্রী। শাশ্বত গ্ল্যামার দুনিয়ার হলেও স্ত্রী মহুয়ার সঙ্গে কোনও সম্পর্কই নেই শোবিজের। তবে স্বামীর যাবতীয় কাজ দেখাশোনা করেন কখনও। শাশ্বত মোবাইল ফোনও ব্যবহার করেন না। ইংরেজিতে স্নাতকোত্তর মহুয়া চাকরি করেন স্কুলে। শাশ্বত-মহুয়ার সংসারে রয়েছে এক কন্যা, নাম হিয়া। তাদের দাম্পত্য জীবনে আজ পর্যন্ত এখনও ধরেনি চিড়।
আবির-নন্দিনী
গত ১৭ বছর ধরে সংসার করছেন আবীর চ্যাটার্জি ও নন্দিনী চ্যাটার্জি। যদিও স্ত্রী নন্দিনী লাইমলাইটে আসতে খুব একটা পছন্দ করেন না। আবীর যখন নায়ক আবীর হয়ে ওঠেননি ঠিক তখন থেকেই অভিনেতার পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন নন্দিনী। জানা যায়, এমবিএ পড়ার সময়ই আবীর ও নন্দিনীর প্রথম পরিচয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপর প্রেম। ২০০৭ সালে বিবাহ করেন তারা। তাদের একটি মেয়ে রয়েছে, তার নাম ময়ূরাক্ষী।
টোটা-শর্মিলী
২০০৫ সালে প্রেমিকা শর্মিলি রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। টালিউডে এখনও পারফেক্ট কাপল বলতে টোটা-শর্মিলিকেই আঙুল দিয়ে চিনিয়ে দেন সবাই। দম্পতির ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের দেখে বলেন, 'মেড ফর ইচ আদার'। ১৮ বছর ধরে পরস্পরকে আগলে সংসার করছেন দু'জনে। তবে শর্মিলীকে কোনও সময়ই লাইমলাইটে খুব একটা দেখতে পাওয়া যায় না। নিজের ব্লগ নিয়েই ব্যস্ত তিনি। টোটা-শর্মিলী দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, নাম মৃগাক্ষী।
কোয়েল-নিসপাল
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন নিসপাল। প্রেমপর্ব থেকে বিয়ে সবটাই যেন লাইমলাইটের জগত থেকে দূরে রেখেছিলেন তারা। ১১ বছরের সুখী দাম্পত্য তাদের। কিন্তু মাঝে তাদের বিচ্ছেদের খবর শোনা গেলেও সেটা নিজেরাই মিটিয়ে নেন এবং এরপরই কোয়েল জন্ম দেন কবীরের। সময় পেলেই কোয়েল-নিসপাল ঘুরতে বেরিয়ে পড়েন।
রাজ-শুভশ্রী
টালিউডে পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। রাজ এবং শুভশ্রীর প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে 'অভিমান' এর সেটে এবং এরপরই তারা ভাল বন্ধু হন। যদিও তাদের প্রেম শুরু হয় একটু দেরিতে। ২০১৮ সালে রাজকীয়ভাবে বিয়ে সারেন রাজ ও শুভশ্রী। এখন ৬ বছরের সুন্দর সংসার তাদের। ইউভান ও ইয়ালিনিকে নিয়ে তাদের দাম্পত্য জীবন দারুণ চলছে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স