রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান গ্রেপ্তার
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ১০:১২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ১০:১২:৪৪ অপরাহ্ন
রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশানে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।
জানা যায়, গ্রেপ্তার লিপি খান ভরসা রংপুরের ভরসা পরিবারের পুত্রবধূ। তিনি এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনেছিলেন লিপি খান। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনশির নির্বাচনী সভা সমাবেশে অংশ নেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালান। এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর মহানগরীর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে বেলা সাড়ে ১১টার দিকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স