ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারাত করলেন আ. লীগের নেতারা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১১:০৯:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১১:০৯:৫২ পূর্বাহ্ন
আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারাত করলেন আ. লীগের নেতারা
রাজধানীর উত্তরা এলাকায় কোটা আন্দোলনের সংঘর্ষে গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান। নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজ খরব নিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

শনিবার (২৭ জুলাই) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কাছে পেয়ে আসিফের মা, দাদিসহ পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন। এদিকে আসিফের বাবা মাহমুদ আলম গাজী, ভাই ও চাচা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ