ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৯:৪২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৯:৪২:৫৪ অপরাহ্ন
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানববন্দি রেকর্ড করেন। বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর ও মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, ‘আসামি হিটু শেখ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের খাস কামরায় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এই মামলার অন্য তিন আসামিও রিমান্ডে আছে।’

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাসায় বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ। এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় চার জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।

মামলার আসামিরা হলো- শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীবের অপ্রাপ্তবয়স্ক ভাই (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের চার জনকেই গ্রেফতার করা হয়েছে। ১০ মার্চ রাতে আদালত হিটু শেখের সাত দিন এবং অন্য তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, সম্প্রতি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্র (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ