প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:২৬ এএম
রমজানে অসহনীয় তাপমাত্রা দেখা দিলে দৈহিক প্রশান্তি ও স্বস্তি লাভের জন্য মাথায় বা শরীরে পানি ঢালা যাবে। অসহনীয় তাপমাত্রায় রাসুলুল্লাহ (সা.) মাথায় পানি ঢালতেন। আবু বকর বিন আবদুর রহমান রাসুল (সা.)-এর কয়েকজন সাহাবির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘অত্যধিক পিপাসা বা তাপমাত্রার ফলে রাসুল (সা.)-কে মাথায় পানি ঢালতে দেখেছেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৬৫)
রোজা অবস্থায় প্রচণ্ড গরম পড়লে কোনো কোনো সাহাবি কাপড় ভিজিয়ে শরীরে জড়িয়ে নিতেন। কেউ পানির মধ্যে ডুবে থাকতেন। ইবনে উমর (রা.) একটি কাপড় পানিতে ভিজিয়ে শরীরে জড়িয়ে নিলেন। তিনি ছিলেন রোজাদার। আনাস (রা.) বলেন, ‘আমার একটি টব রয়েছে, রোজা রেখেই আমি তাতে প্রবেশ করি।’ (সহিহ বুখারি, ৩/৩০)
রোজাদার যদি অত্যধিক পরিশ্রম কিংবা প্রচণ্ড গরমে পিপাসায় কাতর হয়ে যায়। নিজেকে ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে, তা হলে পানি পান করতে পারবে বা রোজা ভাঙতে পারবে। সেক্ষেত্রে পরে রোজার কাজা আদায় করতে হবে। কাফফারা ওয়াজিব হবে না। (বাদায়েউস সানায়ে, ২/২৫২; তাবয়িনুল হাকায়েক, ২/১৮)