ওসিকে প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়
আপলোড সময় :
১৪-০৩-২০২৫ ১০:২৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৩-২০২৫ ১০:২৩:০১ অপরাহ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়াও নানা বিতর্কিত কর্মকাণ্ডে ময়মনসিংহের নান্দাইল থানার ওসিকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। হঠাৎ তাকে প্রত্যাহার করা হলে আজ শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি কর্মস্থল ত্যাগ করেন।
ওসি ফরিদ আহম্মেদের কর্মস্থল ত্যাগের খবর পেয়ে কমপক্ষে ৩০ জন পাওনাদার থানায় এসে তাকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর নান্দাইল থানায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি নান্দাইলে চুরি, ছিনতাই, মাদক কারবারি ও গ্রেফতার বাণিজ্যসহ বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। কোনোভাবেই এসব নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ।
এমন অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার একটি চিঠি পাঠায়। চিঠি পেয়ে ওসি ফরিদ আজ শুক্রবার ভোরে চলে যান জেলা শহর ময়মনসিংহে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, ওসির কাছে সাধারণ লোকজন টাকা পায়, এটি খুবই দুঃখজনক। এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স