ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশের সিরিজ ‘ভালোবাসা’

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৪৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৪৭:৩৯ অপরাহ্ন
কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশের সিরিজ ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’ ওয়েব সিরিজের দৃশ্যে মোশাররফ করিম

কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে তার যাত্রা শুরু করেছে বাংলাদেশের নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ‘ভালোবাসা’ স্ট্রিমিং করে। ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা জানিয়েছেন।

 

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্রাইডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপরই স্ট্রিমিং শুরু হয় চার পর্বের সিরিজ ‘ভালোবাসা’, যা প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। ফ্রাইডের পোস্ট প্রোডাকশন ও কারিগরি প্রধান প্রদীপ রায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন, ‘ভালোবাসা’ ফ্রাইডেতে মুক্তি পেয়েছে।

 

প্রদীপ রায় বলেন, ‘বাংলাদেশের এই কনটেন্টসহ আমাদের নিজস্ব আরও অনেকগুলো কনটেন্ট দিয়ে শনিবার সন্ধ্যায় ফ্রাইডে যাত্রা শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আমাদের কনটেন্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা।’

 

নতুন প্ল্যাটফর্মে নিজের সিরিজ মুক্তি পাওয়ায় খুশি পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি প্রথম আলোকে জানান, ‘বছরখানেক আগে সিরিজটি নির্মাণ করেছিলাম। গত জানুয়ারিতে নতুন এ প্ল্যাটফর্মটি কিনে নেয়। প্ল্যাটফর্মটির উদ্বোধনীতেই আমার সিরিজটি মুক্তি পেল, নিজের কাছে ভালোই লাগছে।’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।

 

‘ভালোবাসা’ সিরিজটির গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার পার্থক্যও তুলে আনা হয়েছে।’

 

সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। সিরিজটি নিয়ে মম বলেন, ‘সিরিজটির গল্প খুব সুন্দর। শেষ পর্যন্ত এটি মুক্তি পেল। এ প্ল্যাটফর্মটির মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষীরা এটি দেখতে পারবেন, আমার জন্য অত্যন্ত আনন্দের খবর। আমি সব সময়ই ভালো গল্পে কাজ করতে চাই। আর নিজের ভালো গল্পের কাজ যখন দর্শকেরা দেখার সুযোগ পায়, এতে আমার আরাম লাগে।’

 

ফ্রাইডে প্ল্যাটফর্মে ‘ভালোবাসা’ ছাড়াও অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ‌্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, কৌশিক করের ‘ফটাশ’ স্ট্রিমিং হচ্ছে।





 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ