শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা স্থগিত
আপলোড সময় :
১৩-০৩-২০২৫ ০২:২৮:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৩-২০২৫ ০২:২৮:১১ পূর্বাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৮০তম অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।
তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তিতে আপাতত সব ধরনের কোটা স্থগিত করা হয়েছে। ভর্তি কমিটি অংশীজনদের সঙ্গে কথা বলে যৌক্তিক কোটা রাখা নিয়ে একটি সুপারিশ করবে। সেই আলোকে পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিল ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি জানায়, স্নাতকে শিক্ষার্থী ভর্তিতে ২৮টি বিভাগে এক হাজার ৬৭১টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে ৯৮৫টি, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগে ৫৮১টি এবং কোটায় ১০৫টি আসন রয়েছে।
এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী/জাতিসত্তা/হরিজনদলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা পাঁচ এবং বিকেএসপি (খেলোয়াড়) কোটায় ১০টি আসন আছে।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স