ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে: জনপ্রশাসন মন্ত্রী

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩৫:২৬ অপরাহ্ন
সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে: জনপ্রশাসন মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি (সংগৃহীত)

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারি কর্মচারীদের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এজন্য তাদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হতে হবে।

 

শনিবার (২৭ জুলাই) বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত “বৈশ্বিক সংকটের আবহে জনসেবায় উদ্ভাবন চর্চা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার প্রয়োজন। তাই জনপ্রশাসনের প্রতিটি কর্মীকে উদ্ভাবনী চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও পারদর্শী হতে হবে।

 

মন্ত্রী আরও বলেন, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান পিএএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মাহবুব-উল-আলম।

 

এই সেমিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারি কর্মচারীদের আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ