ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে: লাভরভ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৩১:২১ অপরাহ্ন
ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে: লাভরভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাওসের রাজধানী ভিয়েনতিয়েন, ২৭ জুলাইছবি : রয়টার্স

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। আজ শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, তিনি ইউক্রেনের এই বিবৃতি সম্পর্কে কর্ণপাত করতে চান না।

 

সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা চীন সফর শেষে জানিয়েছেন, চীন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন।

 

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে লাভরভকে জেলেনস্কি ও কুলেবার এই বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি খারিজ করে দেন।

 

গতকাল শুক্রবার ইউক্রেনের টিএসএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলেবা বলেন, ‘ইউক্রেনকে শান্তি আলোচনায় বাধ্য করা যাবে না এবং চীন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে।’ এই মন্তব্য সম্পর্কে লাভরভ বলেন, ‘কুলেবার এ ধরনের কথা বলা নতুন কিছু নয়। মাঝেমধ্যে তিনি সম্পূর্ণ উল্টো কথাও বলেন।’

 

জেলেনস্কি প্রসঙ্গে লাভরভ বলেন, ‘শান্তি আলোচনা নিয়ে তাঁরা সম্প্রতি কথা বলছেন। জেলেনস্কি অবশেষে রুশ প্রতিনিধিদের সঙ্গে বসতে প্রস্তুত, তা বলতে শুরু করেছেন। সত্যি বলতে কি, আমি তাঁদের এসব কথায় কান দিচ্ছি না।’

 

অন্যদিকে, ভিয়েনতিয়েনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে নিজের বৈঠক নিয়ে লাভরভ বলেন, কুলেবার বেইজিং সফর নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে এবং এতে তিনি বুঝেছেন যে রাশিয়ার বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

 

লাভরভের মন্তব্যের প্রেক্ষিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ পাচ্ছে। পরিস্থিতি এখনও অস্থির এবং উভয় পক্ষের বিভিন্ন বিবৃতি আলোচনার পথে নতুন প্রতিবন্ধকতা তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ