ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বনানীতে নারীদের চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৪:৪৭:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৪:৪৭:৪৬ পূর্বাহ্ন
বনানীতে নারীদের চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার
ঢাকার বনানীতে পোশাক শ্রমিক দুই নারীকে চাপা দেওয়া মিনি ট্রাকচালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ২ পোশাক শ্রমিককে চাপা দেয় একটি মিনি ট্রাক। এতে ২ পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সহকর্মীরা। ফলে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিহত একজনের নাম মিনারা আক্তার, তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। অপরজনের পরিচয় জানা যায়নি।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। ওই মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ