বায়ুত্যাগের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ
আপলোড সময় :
০৯-০৩-২০২৫ ০৮:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৫ ০৮:৪৬:০৮ অপরাহ্ন
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের উপরের স্টোর রুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। তবে শেষ রক্ষা হয়নি তার।
ওই নেতার বায়ুত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোর রুম থেকে নামিয়ে আনে পুলিশ।
রবিবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন। পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন।
পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স