ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল খোলাসহ চার দফা দাবি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল খোলাসহ চার দফা দাবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ। তিনি জানান, নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন না হওয়ার পেছনে রহস্যজনক কারণ রয়েছে। দুপুর ১টায় ঘোষিত সংবাদ সম্মেলন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

 

শিক্ষার্থীরা জানান, সারাদেশে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি নেই, তাই তারাও আপাতত কোনো কর্মসূচি পালন করবেন না। সারাদেশের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িত নন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো:

১। অবিলম্বে আবাসিক হল খুলে দিতে হবে।
২। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা বা হয়রানি করা যাবে না।
৩। শিক্ষার্থীদের বর্তমান বা স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করতে পারবে না।
৪। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন এবং ক্যাম্পাসের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

সুজয় শুভ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং তারা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। হল বন্ধ থাকায় শিক্ষার্থীদের থাকা-খাওয়ায় নানা সমস্যা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, "সিন্ডিকেটে আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুরাহা করা হবে।" এই অবস্থায় শিক্ষার্থীরা তাদের দাবির দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষাজীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ