ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:০৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:০৭:৫৮ অপরাহ্ন
মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ হাইকোর্টের
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে শিশুটির পরিবারকে দেখভাল করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তাবায়ন করতে বলা হয়েছে।
 
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) সকালে এ ঘটনায় মামলা করেন শিশুটির মা। 
 
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ৫ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক।
 
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। নেয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ