ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৯:২৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৯:২৬:৪০ অপরাহ্ন
হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার
দেশের বিভিন্ন এলাকায় গত শুক্রবার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সদস্যদের মধ্যে অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ফুটেজ বিশ্লেষণ করছি। এরই মধ্যে হিজবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হবে।

সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ির উপর নামাজে দাঁড়ানো হিযবুতের কর্মীরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। তারা হাতে তুলে নেয় সংগঠনের ব্যানার।

এছাড়া বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নিষিদ্ধ এই সংগঠন পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিলের তোড়ে একরকম ভেসে যায় পুলিশের প্রাথমিক বাধা।

পরে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাওয়ার পর পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়।

২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি এখন অনেকটাই প্রকাশ্যে।

শুক্রবার তারা বায়তুল মোকাররমে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার লাগায়; প্রচারপত্রও বিলি করে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে সংগঠনটি। এরপর নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে তারা। চট্টগ্রামেও নানা কর্মসূচি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ