ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পুরুষালি হওয়ার দরকার নেই, বেশি করে ‘নারী’ হয়ে উঠুন: কঙ্গনা

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০২:০৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০২:০৮:৪১ অপরাহ্ন
পুরুষালি হওয়ার দরকার নেই, বেশি করে ‘নারী’ হয়ে উঠুন: কঙ্গনা
বলিউডের ‘আয়রন লেডি’ নোমে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। মূলত মানসিক দৃঢ়তা ও অন্যায়ের প্রতিবাদ, স্পষ্টবাদিতাই তাকে এই উপাধি এনে দিয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবসে ভারতের এ সাংসদ নারীর প্রতি দিয়েছেন বিশেষ বার্তা।

বিশেষ দিনটি উপলক্ষে স্যোশাল মিডিয়ায় কঙ্গনা নারীশক্তির জয়গান করেছেন তবে একটু ভিন্ন সুরে। 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই। 

কঙ্গনার বার্তা, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভাল গুণ রয়েছে। সে গুলো খুঁজে বার করুন, তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’

এ দিন সাংসদ-অভিনেত্রী বলেন, ‘আরও বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন আরও বেশি করে ভালবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’

তিনি নিজেও এই প্রয়োজন অনুভব করেন নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান। তার চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি।

তার যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ