ঢাকা , রবিবার, ০৯ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

'আমি সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম কেউ জানলো না'

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১১:০৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১১:০৬:৪৯ পূর্বাহ্ন
'আমি সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম কেউ জানলো না'
বর্তমানে বেশ আলোচনায় আছেন জনপ্রিয় নায়িকা তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফী। গুঞ্জন উঠেছে বিয়ে করেছেন তারা। আর এর সূত্রপাত রায়হান রাফীর জন্মদিনে কেক কাটার এক ছবি কেন্দ্র করে। ছবিতে দেখা যায়  নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়! ছবিটিতে মাত্র তিনজন মানুষ, মাঝখানে রাফী, একপাশে তার মা, অন্যপাশে মাথায় কাপড় দেয়া নায়িকা তমা মির্জা। এই ছবি পোস্ট করার পরই  গুঞ্জন উঠে বিয়ে করে সংসার করছেন তমা মির্জা ও রায়হান রাফী। 

প্রথমে চুপ থাকলেও প্রথমে ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন তমা। এবার একটি সংবাদমাধ্যমে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। তমা বলেন,  বিয়ের বিষয়টি পুরোপুরি গুঞ্জন। মিডিয়া থেকে এসব ছড়ানো হচ্ছে। ছোট ছোট ইউটিউব চ্যানেলের কেউ আছেন, যারা রসালো হেডলাইন দিয়ে প্রথমে সংবাদ প্রকাশ করছে। এরপর সেসব ছড়িয়ে পড়ছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ কেউ বিয়ের বিষয়টি ছড়িয়েছেন কিনা জানতে চাইলে তমা বলেন, বিয়ের খবরের তো বিন্দু পরিমাণ সত্যতা নেই। যেহেতু আমরা দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর ভালোবাসা, তারপর বিয়ের সিদ্ধান্ত- এভাবেই তো হয়। কিন্তু বন্ধুত্বের বাইরে রাফীর সঙ্গে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। তাই আমার ঘনিষ্ঠজনেরাও বিয়ের মতো খবর ছড়াতে পারে না। বিয়ে অনেক বড় একটা বিষয়- দুইটা পরিবার জড়িত থাকে। আছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, মিডিয়ার মানুষও। 

তমা আরও বলেন, আমি পাবলিক ফিগার, একজন সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম, কেউ জানলো না। আমার বিশাল সার্কেলও আছে। বিয়ের মতো এত বড় কাজ লুকিয়ে ও গোপনে করতে পারব না। রাফীও তো একজন জনপ্রিয় এবং পরীক্ষিত পরিচালক, চাইলে সেও লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে। প্রেমের গুঞ্জন হয়, এটা হয়, সেটা হয়-আমি কোনো মন্তব্য দিই না। কারণ, আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি, নানা ধরনের আলোচনা-সমালোচনা উঠবে। কিন্তু তাই বলে বিয়ের গুঞ্জন।  

পরিচালক রাফীর নিজের সম্পর্কও খোলাসা করলেন অভিনেত্রী তমা মির্জা, রাফী হলো আমার পরিবারের একটা অংশ। এই পরিবারের অংশ দিলরুবা আপু (একজন চিকিৎসক), (মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া) মিথিলাও। তাদের জন্মদিনও উদ্‌যাপন করি। অন্য দুজন মেয়ে, রাফী ছেলে বলে এখানে সম্পর্কটা ভিন্নভাবে বিশ্লেষণ হবে, তার কোনো অবকাশ নেই। গত এক-দেড় বছর কাজের বাইরে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আগামী দুই বছরও প্রেম, বিয়ে নিয়ে আমার চিন্তা নেই। আপাতত প্রেম-ভালোবাসার মধ্যেও থাকতে চাই না। শুধু কাজে মন দিতে করতে চাই।

অন্যদিকে তমা মির্জা বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত। শিগগিরই তমার তিনটি নতুন কাজ মুক্তি পেতে যাচ্ছে। রায়হান রাফীর পরিচালনায় 'আমলনামা' নামের ওয়েব সিরিজটিও মুক্তির অপেক্ষায়। ঈদে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে 'দাগি'। এছাড়া কলকাতার অঞ্জন দত্ত পরিচালিত সিরিজ 'দুই বন্ধু'ও রয়েছে মুক্তির অপেক্ষায়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ