জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
আপলোড সময় :
০৮-০৩-২০২৫ ১১:০২:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৫ ১১:০২:২৬ পূর্বাহ্ন
জামালপুরে পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী এক ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স