ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বরিশালে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৮

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ০৭:২১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ০৭:২২:৫৯ অপরাহ্ন
বরিশালে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৮ এডিস মশা,উইকিপিডিয়া

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিত্য নন্দন মিত্র (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার ডেঙ্গু সংক্রমণের কারণে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

 

চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে এ বছর বরিশাল বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব গত বছরের তুলনায় অনেক কম। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে বরিশালে ৬ জন, বরগুনায় ৫ জন, পিরোজপুরে ৪ জন এবং পটুয়াখালীতে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল, যেখানে ৩৮,১৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং ২১৪ জনের মৃত্যু হয়েছিল। এবছর জুন-জুলাই মাসে বৃষ্টি কম হওয়া এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত অতিরিক্ত তাপপ্রবাহ সক্রিয় থাকার কারণে এডিস মশার বংশবিস্তার কমে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কম রয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও জানান, "তাপমাত্রা বেশি হওয়ার কারণে এডিস মশার বংশবিস্তার কমে যায়, ফলে ডেঙ্গুর প্রকোপও তুলনামূলকভাবে কম।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ