ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইসিটি প্রতিমন্ত্রী

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইসিটি প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, "মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সকাল ৯টার দিকে এই বৈঠক হবে এবং তার পরেই মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা যাচ্ছে, রোববার বা সোমবারের মধ্যে মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক স্বাভাবিক হবে।"

 

তিনি আরও জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ফলে আইসিটি খাতে প্রত্যক্ষ ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি, বরং ডেটা সেন্টার ও ফাইবার ক্যাবল পোড়ানোর কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে এবং সহিংসতার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ