ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পাকিস্তানে এবার আইইডি বিস্ফোরণ, নিহত ৪

আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন
পাকিস্তানে এবার আইইডি বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার (৫ মার্চ) ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাল বাজার এলাকার কাছে এই বিস্ফোরণ হয়েছে। এতে পাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একটি মোটর সাইকেলে আইইডি রাখা হয়েছিল। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে সরফরাজ বলেছেন, সকল ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা হবে। 

তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর দুইদিন আগে একই প্রদেশের কাতাল জেলায় দেশটির আধাসামরিক বাহিনীর কনভয়কে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এতে অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয়। আহত হয়েছে আরও চারজন।  

এ ছাড়া গত ৪ মার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ৯ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছে।  

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ