ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৯:১৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৯:১৭:৫৯ অপরাহ্ন
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা পলাশ তালুকদার,গৌরনদী প্রতিনিধি:: গৌরনদীর বাটাজোরে নানার সাথে রাস্তা পারাপারের সময় চলন্ত যাত্রীবাহি বাসের চাঁপায় ইয়াসিন সিকদার (১০) নামের এক পথচারী শিশু নিহত ও নানা মজিদ সিকদার গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্টান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার বাসিন্দা সুমনের ছেলে। দূর্ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, শিশু ইয়াসিন তার নানা মজিদ সিকদারের সাথে রাস্তা পারাপার হচ্ছিলো। এ সময় বরিশালগামী হাওলাদার নামের লোকাল বাস বেপরোয়াগতিতে যাওয়ার সময় পথচারী শিশু ইয়াসিন ও তার নানাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নিহত ও তার নানা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার ও আহতকে প্রথমে গৌরনদী হাসপাতালে এবং পরে তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে একইদিন রাতে দক্ষিণ বাটাজোর এলাকায় কিংস পরিবহন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ