ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই সহিংসতা": প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন
দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই সহিংসতা": প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করার লক্ষ্যে এই সহিংসতা চালানো হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, "এর বিচার দেশবাসীর কাছে চাই। আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?" তিনি আশ্বাস দেন যে, আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা সরকার করবে। সেখানে গুরুতর আহতদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী এবং চোখের পানি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়।

 

এই সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ভাঙা মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে যান তিনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সংঘর্ষের সময় আহতদের চিকিৎসার জন্য ভর্তি হওয়া ব্যক্তিদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই ধরনের সহিংসতা ও অরাজকতা আমাদের দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ