ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ আর নেই

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২২:৫৮ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ আর নেই
সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ (৮৮) রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগতে থাকা অবসরপ্রাপ্ত এই কূটনীতিক রোববার মারা যান বলে জানিয়েছেন তার মেয়ে পারভীন আহমদ।

সোমবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে মহিউদ্দিন আহমদকে তার মায়ের কবরে দাফন করা হয়।

এর আগে রোববার রাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হয়েছে বলে জানান তার মেয়ে সাবেক সাংবাদিক ও বিশ্ব ব্যাংকের পরামর্শক পারভীন।

সাবেক কূটনীতিক মহিউদ্দিন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষ নেওয়ার ঘোষণা দেন। তখন তিনি হংকং মিশনে বাণিজ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৬৩ সালে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন।

১৯৯৯ সালে অবসর নেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি ডেপুটি চিফ অব প্রোটকল, পরিচালক (সাধারণ প্রশাসন), অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন।

তিনি সেনেগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, যার সঙ্গে মালি, কোত দিভোয়ার, গাম্বিয়া ও গিনি কোনাক্রি দেশগুলোর দায়িত্বে ছিলেন।

এছাড়া নেপালে রাষ্ট্রদূত, লন্ডনে ডেপুটি হাই কমিশনার এবং দিল্লি ও জাকার্তায় বাংলাদেশের মিশনে কর্মরত ছিলেন।

অবসর নেওয়ার পর মহিউদ্দিন জনতা ব্যাংক ও ব্যাংক এশিয়ার পরিচালক ছিলেন। এছাড়া নাবিল ব্যাংক নেপালের পরিচালক এবং র‌্যাংগস গ্রুপের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নরসিংদীর রায়পুরায় জন্ম নেওয়া সাবেক এই রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন।

তিনি ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসে এবং বিভিন্ন স্থানীয় পত্রিকা, যেমন ইত্তেফাক এবং বেগম ম্যাগাজিনে লেখক ও ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।

তিনি স্ত্রী হাসিনা আহমেদ, দুই মেয়ে পারভীন আহমেদ (বিশ্ব ব্যাংকের পরামর্শক), নাসমীন আহমেদ (শিক্ষক) এবং ছেলে আসিফ আহমেদ (আইনজীবী) রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ