আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৫:৫৮:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৫:৫৮:২০ অপরাহ্ন
অর্থপাচার মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
সিআইডি সূত্র জানায়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার অভিযোগ রয়েছে। দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও বংশীয় গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয়ের অভিযোগ রয়েছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে।
এছাড়া, অনুমোদনহীনভাবে জোরপূর্বক মোহাম্মাদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও দখল করে সাদিক অ্যাগ্রো।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স