ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৩:২৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৩:২৮:২৭ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলেও জানানো হয়েছে।

চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড় না করতে অনুরোধ করা হয়েছে। তবে, তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ