ট্রাম্প-জেলেনস্কি বিবাদ: যুক্তরাষ্ট্রজুড়ে ইউক্রেনের পক্ষে বিক্ষোভ
আপলোড সময় :
০২-০৩-২০২৫ ০৭:৫৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৫ ০৭:৫৭:২৯ অপরাহ্ন
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির তীব্র বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রজুড়ে ইউক্রেনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে সমবেত হন। এসময় ওভাল অফিসে ঘটে যাওয়া তীব্র বাদানুবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবাদকারীরা ইউক্রেনপন্থী সাইনবোর্ড হাতে নিয়ে ভারমন্টের ওয়েইটসফিল্ড শহরের এক সড়কের পাশে অবস্থান নেন। ওই এলাকায় ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার স্কি ছুটিতে ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভের কারণে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্সের পরিবার নির্ধারিত স্কি রিসোর্ট থেকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত হয়।
প্রসঙ্গত, ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের বিরুদ্ধে ভারমন্টের ওয়েইটসফিল্ডে একটি বিক্ষোভ আগেই পরিকল্পিত ছিল। কিন্তু ওভাল অফিসের সংঘর্ষ ও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ যুক্ত হওয়ায় অনেকের প্ল্যাকার্ডে সেই বিষয়গুলো উঠে আসে।
‘ইন্ডিভিজিবল ম্যাড রিভার ভ্যালি’ নামক সংগঠনের পক্ষে বিক্ষোভের আয়োজন করেন জুডি ডালি। তিনি বলেন, হোয়াইট হাউজে শুক্রবার যা ঘটেছে, তা আরও অনেক মানুষকে আজ রাস্তায় নামতে উদ্বুদ্ধ করেছে।
প্রতিবাদকারী কোরি গিরোক্স বলেন, (ভ্যান্স) সীমা অতিক্রম করেছেন।
ভ্যান্স এই বিক্ষোভ সম্পর্কে এখনো কোনও মন্তব্য করেননি। তবে ট্রাম্প ও ভ্যান্স সমর্থক পাল্টা-বিক্ষোভকারীরাও ওয়েইটসফিল্ডে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেসলা স্টোরের বাইরে বিক্ষোভকারীরা অবস্থান ধর্মঘট পালন করেন। ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
টেসলার প্রধান নির্বাহী মাস্ককে ডোনাল্ড ট্রাম্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বা সংক্ষেপে ডিওজিই-এর তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স