ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাকাসহ চার জেলায় ৯ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:১৬:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:১৬:০৩ পূর্বাহ্ন
ঢাকাসহ চার জেলায় ৯ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতা ও ধ্বংসযজ্ঞের কারণে ১৯ জুলাই দিবাগত রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়। ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৭ জুলাই) ঢাকাসহ চারটি জেলায় কারফিউ চলমান থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই চারটি জেলা হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী।

 

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, "শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলার কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় জেলা প্রশাসন।"

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে শনিবার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কারণে রাজধানীসহ সারাদেশে অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ