ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন বঙ্গবন্ধু স্কয়ারসহ দুই হলের নাম

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১১:১৫:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১১:১৫:১১ পূর্বাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন বঙ্গবন্ধু স্কয়ারসহ দুই হলের নাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হল ছাত্রদের 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ছাত্রীদের 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর নাম পরিবর্তন করে যথাক্রমে ‘বিদ্রোহী হল’ ও ‘শিউলিমালা হল’ নামকরণ সহ 'বঙ্গবন্ধু স্কয়ার' এর নাম পরিবর্তন করে 'জুলাই-২৪ স্কয়ার' করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

নাম পরিবর্তনকরণের বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাতুল বলেন, ‘হল দুটির নাম পরিবর্তন আমাদের প্রাণের দাবি ছিলো। ফ্যাসিস্ট হাসিনা সারাদেশের প্রতিটি কোণায় শেখ পরিবারের ছাপ রেখে গেছে। এমন পরিবারতন্ত্রের চর্চা যেনো ভবিষ্যতে আর কোন প্রতিষ্ঠানেই না হয়। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ধ্বংসাবশেষকে জুলাই-২৪ স্কয়ার করায় প্রশাসনকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের সবাই জুলাই-২৪ কে মনে রাখবে।’

শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের ৫ আগস্টে পতনের পর নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয়া সহ হল দুটির নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম 'বিদ্রোহী' কবিতা ও 'শিউলিমালা' গল্পগ্রন্থের নামে পরিবর্তন করার দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ