গাজার খান ইউনিসে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে শুক্রবার (২৬ জুলাই) এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী টেলিগ্রামে এক পোস্টে জানায়, ইসরায়েলি বিমান সন্ত্রাসীদের সাতটি সেল সম্পূর্ণ ধ্বংস করেছে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। ৭ অক্টোবর থেকে হামাসের যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ছোড়ে এবং ইসরায়েলি সীমান্ত ভেদ করে তাণ্ডব চালায়। ওই ঘটনায় অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয় এবং তিন শতাধিক ব্যক্তি হামাসের হাতে জিম্মি হয়।
এর পর থেকে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩৮ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। এছাড়া ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।