ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অলিম্পিকের পর টেনিসকে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিক কারবার

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৩:২৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৩:২৪:৪০ অপরাহ্ন
অলিম্পিকের পর টেনিসকে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিক কারবার অ্যাঞ্জেলিক কারবার। ছবি: সংগৃহীত

জার্মান টেনিস তারকা অ্যাঞ্জেলিক কারবার, যিনি বর্তমানে ৩৬ বছর বয়সী এবং সাবেক এটিপি নাম্বার ওয়ান ও তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, এবার নিজের টেনিস ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। চলমান প্যারিস অলিম্পিকই হবে তার শেষ টুর্নামেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারবার জানিয়েছেন, এই টুর্নামেন্ট শেষেই তিনি র‍্যাকেট তুলে রাখবেন।

 

৩৩তম অলিম্পিক গেমসের আসর শুরু হয়েছে গত ২৪ জুলাই ফুটবল ও রাগবি ডিসিপ্লিন দিয়ে। যদিও বিভিন্ন ডিসিপ্লিনের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে, আজ প্যারিসের সীন নদীর তীরে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের উদ্বোধনী মশাল জ্বলে উঠবে। টেনিস ইভেন্ট শুরু হবে আগামীকাল এবং চলবে ৪ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্ট শেষেই কারবার টেনিসকে বিদায় জানাবেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে কারবার বলেন, "ফিনিশিং লাইন। অলিম্পিক শুরু হওয়ার আগে, আমি এখনই বলতে পারি যে আমি কখনই প্যারিস ২০২৪ ভুলব না, কারণ এটি আমার শেষ পেশাদার টুর্নামেন্ট হবে। হয়তো এটি সঠিক সিদ্ধান্ত, তবে এটি আমাকে কখনোই অনুতপ্ত করবে না। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে খেলাটিকে ভালোবাসি এবং এটি আমাকে যে স্মৃতি ও সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।"

 

অতীতের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "লন্ডন অলিম্পিক ২০১২ তে আমি এমন এক সময় এসেছিলাম যখন আমার ক্যারিয়ারে আমার ব্রেকথ্রু মৌসুম ছিল। আমি ক্রমাগত র‍্যাংকিংয়ে উঠছিলাম এবং প্রতিটি জয় আমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করেছিল।"

 

কারবার তার জীবনের অন্ধকার সময়ের কথা উল্লেখ করে বলেন, "লন্ডন অলিম্পিকের আগে ২০১১ সালে, আমি টেনিস থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছিলাম এবং আমার শৈশবের স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম।" ২০২২ সালে মাতৃত্বকালীন বিরতির পর তিনি চলতি বছরের শুরুতে খেলায় ফিরে আসেন। এই জার্মান তারকা ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন।

 

রিওতে ২০১৬ অলিম্পিকে মহিলাদের এককে রৌপ্য পদক জয় করা কারবার ২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশ নেননি। এবারের প্যারিস অলিম্পিক সম্পর্কে তিনি বলেন, "প্যারিস ২০২৪ আমার হাতে একটি র‍্যাকেট নিয়ে বেড়ে ওঠার সবচেয়ে অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি চিহ্নিত করবে। আরও অনেক কিছু আছে যা আমি বলতে চাই এবং মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যা আমি আমার শেষ ম্যাচ শেষে করব... তবে আপাতত, আমি কোর্টে এই চূড়ান্ত পর্বের প্রতিটি সেকেন্ড উপভোগ করব। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ