ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

জড়ো হচ্ছে মানুষ, বন্ধ থাকবে মানিক মিয়ার এক পাশ

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৬:০০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৬:০০:০৩ অপরাহ্ন
জড়ো হচ্ছে মানুষ, বন্ধ থাকবে মানিক মিয়ার এক পাশ
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

মঞ্চ সাজানো ও পুরো প্রস্তুতি গুছিয়ে আনার জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজার, ঢাকা থেকে জড়ো হচ্ছে মানুষ।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যানবহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে আসছেন তারা। আগত মানুষের মধ্যেও অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী।

আজ শুক্রবার বিকেল ৩টায় বড় জমায়েতের মাধ্যমে তরুণদের নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা।

এদিকে, এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানের কারণে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের একপাশে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “মানিক মিয়া এভিনিউয়ের দুটি সাইডের একটি সাইড (উত্তর সাইড) আড়ং-এর মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অনুষ্ঠানের সময়টায় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, “২০২৪ সালের ৫ অগাস্ট ঐতিহাসিক জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে, সূচনা হয় নতুন রাজনৈতিক ধারার। সাধারণ জনগণ এখন পুরনো ব্যবস্থা ভেঙে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। যে বন্দোবস্ত রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থাকবে না।

“এই পরিবর্তনের ধারা এগিয়ে নিতে আমরা এক নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”

সমন্বয়কদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এরপর আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, “আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরকে দাওয়াত করেছি, পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের আমরা দাওয়াত করেছি।”

নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদেরকে আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আজ বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ ৯ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২ পদে মনোনীত ব্যক্তিদের নাম পরে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ