ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের

আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৩:১৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৩:১৭:৪৬ অপরাহ্ন
প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা, জুলাই ২৬, ২০২৪: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়েছেন, আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র যে আক্রমণ চালিয়েছে তা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা সবসময়ই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি।"

 

ওবায়দুল কাদের বলেন, "একাত্তরে যারা বিশ্বাসঘাতকতা ও হত্যাযজ্ঞ চালিয়েছে তারা এখনও বিশ্বাসঘাতক। ৭৫-এ যারা জাতির পিতা ও বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এখনও বিশ্বাসঘাতক। ২১ আগস্টে শেখ হাসিনাকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হয়। ৭১, ৭৫, ২১ আগস্ট, ২০১৩, ১৪, ১৫ ও ২৪-এর বিশ্বাসঘাতক ও খুনিরা হচ্ছে বিএনপি-জামায়াত।"

 

এই ঘোষণার মাধ্যমে ওবায়দুল কাদের নিশ্চিত করেছেন যে, দেশের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলোর তদন্ত করবে। তিনি দেশের সাধারণ জনগণকে এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এবং জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ