ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০২:৫১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০২:৫১:৫৪ অপরাহ্ন
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ঢাকা, জুলাই ২৬, ২০২৪: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি সেকশন ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার চোখ ভিজে ওঠে। বিটিভির কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন এবং একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয় যেখানে বিটিভি ভবন ও প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতির চিত্র প্রদর্শিত হয়।

 

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন সকাল থেকে উত্তপ্ত ছিল রামপুরা-বাড্ডা এলাকা। বিটিভিতে প্রথম হামলা হয় বেলা ১১টার দিকে। এরপর ওইদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দফায় হামলার পর ৭টা ৪ মিনিটে সম্প্রচার বন্ধ করে বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা স্টেশন ত্যাগ করেন। রাত সাড়ে ৮টার দিকে চতুর্থ দফায় হামলা হয়, যেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালানো হয়। এই হামলার ফলে রাষ্ট্রায়ত্ত টিভি স্টেশনটির সম্প্রচার ২২ ঘণ্টা বন্ধ ছিল।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ