প্রেম ও প্রাক্তন নিয়ে যা বললেন প্রভা
আপলোড সময় :
২৭-০২-২০২৫ ১২:০৯:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০২-২০২৫ ১২:০৯:৩৬ পূর্বাহ্ন
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন ও ছোটপর্দায় কাজ করছেন তিনি।
ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।
লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী এখন কাজে মনোযোগী হচ্ছেন। প্রেমজীবন নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে এখনও খোলামেলা কথা বলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। সেখানে মনোজের সঙ্গে প্রেম নিয়ে তিনি বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ জন্য মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।
অভিনেত্রী প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের আংশিক সত্যি ছিল, বাকিটুকু মিথ্যা ছিল। তবে আমি যেসব বেশ জোড় গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেসব গুজবই ছিল।
তিনি জানান, তার জীবনে কয়েকবার প্রেম এসেছে। যদিও সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দু’জনের। ওই সময় আর একসঙ্গে থাকা হয়নি।
এ সময় নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তিনি বলেন, আমি জীবনের প্রথম প্রেমকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কেননা, প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যিনি অস্বস্তিকর, তিনি আমার প্রাক্তন হতে পারে না। তারপরও যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে আমার, তাদের সঙ্গে সুন্দর মুহূর্ত আছে। এতে আমি গুণবান প্রাক্তনদের সঙ্গে তাকে তুলনাই করতে চাই না।
প্রভা বলেন, আমার কাছে প্রাক্তন শব্দটা ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটির সঙ্গে খারাপ কিছু ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। এর সঙ্গে সুন্দর ঘটনাও তো আছে। প্রাক্তন শব্দটা আমার কাছে একটা সুন্দর নাম। এর সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়েছিল, অনেক কিছুই করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।
এদিকে অভিনেত্রী প্রভা এখন নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। বিশ্বের বহুল জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির নাম। সেই প্রতিষ্ঠানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স