ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ

আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:২৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:২৬:১৪ অপরাহ্ন
নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ
নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে।

শিক্ষা-শক্তি-মুক্তির স্লোগান সামনে রেখে একটি রাজনৈতিক প্রজন্ম গড়ে তুলতে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, একটি জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক পরিসর নির্মাণ ও নাগরিকমুখী রাজনীতির মাধ্যমে সামাজিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী মধুর ক্যান্টিনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেওয়ায় স্থান পরিবর্তন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

এসময় গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনকে আহ্বায়ক ও মো. নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তাছাড়া ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আহ্বায়ক ও মো. আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন–

কেন্দ্রীয় কমিটি : আহ্বায়ক– আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক– লুৎফর রহমান, মোহাম্মাদ আরিফ সোহেল, এহসানুল মাহবুব জুবায়ের, মো. ফয়সাল হাসান, আব্দুল্লাহ আল মুহিম, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুনঈম, সদস্য সচিব– মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, মো. ওয়াহিদুজ্জামান, আসাদুল্লাহ আল গালিফ, জোবায়ের হোসাইন জুম্মা, মুহাম্মাদ মাহমুদুল হাসান, সদস্য– মো. ইব্রাহিম খলিল (জিসান), আমির হামজা মাসুম, তসলিম হোসাইন অভি, কামরুজ্জামান, সাব্বির হোসেন রাহাত, গাজী নাজমুল খান, শাহরিয়ার ফয়সাল, মশিউর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি : আহ্বায়ক– আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক– আব্দুল কাদের, নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম, মশিউর আমিন শুভ, রাইসুল ইসলাম, রাকিব হোসাইন খান, সদস্য সচিব– মো. আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব– রাফিয়া রেহনুমা হৃদি, আব্দুল হান্নান মাসউদ, মো. মাহাবুব বিল্লাহ কাদিম, সৈয়দ মেজবাহ উদ্দিন হামিম, মেহেদি হাসান, মারজিয়া হোসাইন জামিলা, জয়েন উদ্দিন সরকার তন্ময়, শাহরিয়ার রহমান অপি, সদস্য– মো. রাশিদুল ইসলাম রিফাত, হাসির আল ইসলাম, নিশিতা জামান নিহা, আব্দুল্লাহ সালেহীন অয়ন, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, সুমনা শারমিন, আব্দুল্লাহ আল মাহমুদ, মিনহাজ বিন রউফ ফাহিম, নাজমুল হাসান, সানজানা আফিফা অদিতি, মো. আবু সাঈদ, সরদার নাদিম মাহমুদ শুভ, নুরুল ইসলাম নাহিদ, মো. শামছুদ্দোহা শাকিল, নাঈম আহমেদ, রাইয়ান ফেরদৌস, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ